আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণ থেকে আগুনে পাঁচ জন দগ্ধ হয়েছেন।
তাদের ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
উপজেলার মদনগঞ্জে বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শ্রমিকরা হলেন-সাইফুল জামান, মাসুদ রানা, রাতুল আরেফিন, আবুল কালাম আজাদ ও দেলোয়ার আলী।ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, দগ্ধদের মধ্যে সাইফুল জামানের শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। অন্য শ্রমিকদের শরীরের সাত শতাংশ পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূঁইয়া বলেন, গ্যাস লিকেজ থেকে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন