সড়ক দুর্ঘটনায় সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিক সিরাজুলসহ তার সহধর্মিনী আহত
আজকের সংবাদ ডেস্কঃ এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা এলাকায় সড়ক দুর্ঘটনায় সোনারগাঁয়ের স্থানীয় সাংবাদিক সিরাজুল ইসলামসহ তার সহধর্মিনী আহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাংবাদিক সিরাজুল ইসলামের ডান পায়ের একটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তার স্ত্রীর একটি হাত ভেঙ্গে গেছে। স্থানীয় লোকজন তাদেরকে প্রথমে ভুলতা আলরাফি হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থা গুরুত্বর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের কে ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে এই সাংবাদিক দম্পতি চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।
বিবিসি প্রেসের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক সিরাজুল ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানান, তারা বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। দ্রুত আরোগ্য লাভে সবার দোয়া কামনা করেছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন