সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক আহত গ্রেফতার ১ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক আহত গ্রেফতার ১

 


সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় সাংবাদিক আহত গ্রেফতার ১


নিজস্ব সংবাদদাতা ঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শাহজালাল নামের স্থানীয় এক সাংবাদিককে পিটিয়ে আহত করেছে তার প্রতিপক্ষরা। গত শনিবার সকালে পিরোজপুর চেঙ্গাকান্দী এলাকায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তাকে আহত করা হয়। হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউপির চেঙ্গাকান্দি গ্রামের আলম চাঁনের ছেলে ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি শাহজালাল গত শনিবার সকালে তাদের গ্রামের মসজিদে ফজর নামাজ পড়তে যায়। মসজিদের ভেতরে গিয়ে একটি লাইট জ্বালিয়ে দেয় সে। মুসল্লিরা তাকে লাইট বন্ধ করতে বললে শাহজালাল তাদের সাথে তর্কে লিপ্ত হয়। তর্কের এক পর্যায়ে গ্রামের পঞ্চায়েত ও মসজিদ কমিটির সদস্য সিরাজুল ইসলাম তাকে একটি চড় থাপ্পর মারলে সেও পাল্টা চড় মারে। এসময় অন্য মুসল্লিরা সাংবাদিককে মসজিদ থেকে বের করে দিয়ে পরিস্থিতি শান্ত করে। এদিকে মুসল্লিদের সাথে বেয়াদবী করার কথা শুনে স্থানীয় কয়েকজন মুরুব্বি ও উঠতি বয়সী কয়েকজন যুবক ১০ টার দিকে গ্রামেই সাংবাদিকের চাউলের  দোকানে গিয়ে তাকে মারধর করে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায় তার পরিবার। ছেলেকে মারধরের ঘটনার পাশাপাশি তার দোকান থেকে ৪ লাখ টাকা হামলাকারীরা নিয়ে গেছে বলে দাবী করেন সাংবাদিকের বাবা। এই ঘটনায় সাংবাদিকের বাবা বাদী হয়ে কয়েকজনকে আসামী করে অভিযোগ দায়ের করলে পুলিশ সিরাজুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করে। সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, সাংবাদিকের উপর হামলার ঘটনায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭