চৌরাস্তার যানজট কমাতে রাস্তার পাশ দখলমুক্ত করলো এসিল্যান্ড আল মামুন
আজকের সংবাদ ডেস্কঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়া চৌরাস্তায় ফুটপাত দখলমুক্ত করতে চার ঘন্টাব্যাপী সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আল মামুনের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর)বিকাল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত চলা অভিযানে সোনারগাঁও পৌরসভা ও মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তার রাস্তার দুপাশের প্রায় ৫ শত অবৈঅবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদি ভুবন ও বার্গার কিং নামে দুটি দোকানীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল মামুন জানান, সোনারগাঁয়ের এই অংশে রাস্তার দুপাশের যানজট দূর করতে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত গুলো দখল মুক্তে করে জনসাধারণের চলাচলের উপোযুগী করতে কাজ করছি। আগামীকাল সকালে আবারো অভিযান পরিচালনা করা হবে এবং দুপাশে সিএনজি অটোরিকশার জন্য ভিন্ন লেন করে দেয়া হবে। অভিযান পরবর্তী ১ মাস এই এলাকা ফুটপাত মুক্ত করতে মনিটরিং করা হবে।
অভিযান পরিচালনায় সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) হাসিব ও আরিফ এসিল্যান্ড আল মামুনের সাথে ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন