বীর মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার হাবিবুর রহমানকে রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় –এসিল্যান্ড আল মামুন
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জের সোনারগাঁ উপজেলার বীর মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার হাবিবুর রহমান কাজলকে রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়।
সোমবার(১৬নভেম্বর)রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।(ইন্না ইলাইহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা পৌর কমান্ডার হাবিবুর রহমান কাজলকে রাষ্টীয় মর্যাদায় শেষ বিদায় জানান এসিল্যান্ড আল মামুন থানা পুলিশ ও মুক্তিযোদ্ধারা।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান কাজল মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন গুণগ্রাহী ও শুভার্থী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।তিনি দীর্ঘদিন যাবৎ লিভারজনিত সমস্যায় ভুগছিলেন।
বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান কাজল এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও মুক্তিযোদ্ধারা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন