সোনারগাঁয়ে সনমান্দী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রান্স বিরোধী মানববন্ধন
আজকের সংবাদ ডেক্সঃ--বিশ্ব মানবতার কল্যানের প্রতীক, মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে ব্যঙ্গচিত্র অঙ্গন করায় ফ্রান্সের বিরুদ্ধে সনমান্দী জনকল্যাণ সংস্থার উদ্যোগে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দড়িকান্দী বাসস্ট্যান্ডে পাশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
সোমবার (৯ নভেম্বর) আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব সাহাবুদ্দীন সাবু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম সনমান্দী মোহাম্মদীয়া (সাঃ) হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হযরত মাওলানা জাকির হোসেন, খাদিজাতুল কুবরা রাঃ মহিলা মাদরাসার প্রন্সিপাল মাওলানা শাহাদাত হোসেন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আমজাত হোসেন, হাফেজ নাঈম, হাফেজ মাহমুদুল হাসান হিমেল সহ সনমান্দী ইউনিয়ন এর বিভিন্ন মসজিদ মাদরাসার ইমাম খতিবগন সনমান্দী জনকল্যাণ সংস্থার সদস্যবৃন্দ ও সনমান্দী ইউনিয়ন এর সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলমানরা।
এসময় আগত মুসুল্লিরা বক্তব্য দেওয়ার সময় বলেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে কোনো কুটুক্তি আমরা মুসলমানরা মেনে নিবো না। যতদিন পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট প্রকাশ্যে বিশ্বের মুসলমানদের কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত রাষ্ট্রীয় ভাবে ফ্রান্সের পন্য বয়কট করার দাবি জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন