মানবাধিকার নেত্রী জাহানারা করোনায় আক্রান্ত,সকলের দোয়া কামনা
আজকের সংবাদ ডেক্সঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগন্জ সোনারগাঁয়ের করোনা যোদ্ধা ও মানবাধিকার নেত্রী মোসাঃ জাহানারা বেগম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাহানারা বেগম প্রচন্ড স্বাশকষ্ট ও জ্বর নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
তিনি বলেন,শারীরিকভাবে অসুস্থ বোধ করায় আমি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করাই। বুধবার নমুনা পরীক্ষার ফলাফল রিপোর্টে করোনা পজিটিভ আসে। এরপরই আমি ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি হয়েছি।
তিনি আরও বলেন, এখন কিছুটা সুস্থ বোধ করছি। হাসপাতালে ভর্তি থেকেই চিকিৎসা করাচ্ছি। দ্রুত সুস্থ হয়ে উঠতে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।
এদিকে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও তার সহধর্মিণী জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁ শাখার চেয়ারম্যান ও আসন্ন পৌর নির্বাচনের মেয়র প্রার্থী ডালিয়া লিয়াকত করোনা যোদ্বা জাহানারা বেগমের সুস্থতা কামনা করে আল্লাহ রব্বুল আলামীনের কাছে দোয়া করেন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন