বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে ইঞ্জিঃমাসুমের মানববন্ধন ও প্রতিবাদ সভা
মোঃ নুর নবী জনিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য নির্মাণ নিয়ে অপমাননাকর বক্তব্যের প্রতিবাদে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির উদ্যোগে ও জেলা আওয়ামী লীগের নির্দেশে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পহেলা ডিসেম্বর সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা নিউটাউন এলাকায় মহাসড়কের পাশে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড.সামসুল ইসলাম ভূইয়া।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
এসময় আরও উপস্থিত ছিলেন,বৈদ্যোরবাজার ইউপি চেয়ারম্যান আঃরব,বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক,নয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি নেকবর হোসেন নাহিদ,ঢাকা কলেজের সাবেক ভিপি ও আওয়ামীলীগের উপ-কমটির সহ-সম্পাদক ছগির আহম্মেদ,জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সোহাগ রনি, উপজেলা যুবলীগের সাংগঠনিক সাধারণ আবু সাঈদ, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন,শাহাবুদ্দিন প্রধান, মাসুম বিল্লাহ,আবু হানিফা, আলমচাঁন,আনোয়ার হোসেন, লুৎফর রহমান,কবির আহম্মেদ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ছাত্রলীগ নেতা রাসেল ভূইয়া রাজ,পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক এম এ সালাম,শ্রমিকলীগ নেতা তাজুল ইসলাম, রিয়াদ হোসেনমোঃ দেলোয়ার হোসেন,তাইজদ্দিন মুন্সি,আবুল হোসাইন,শহিদুল্লা,আইয়ুব বেপারী,স্বপন আহমেদসহ শত শত নেতাকর্মী।
এসময় বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে বিরূপ মন্তব্যকারীদের হুশিয়ারি দিয়ে চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার মাসুম বলেন,যার জন্ম না হলে আমার আপনার জন্মভূমি এই বাংলাদেশ নামের স্বাধীন একটি দেশ পেতাম না,আমাদের স্বাধীনতার জন্য যিনি তার জীবন যৌবন কাটিয়েছেন জেলের অন্ধকারে।সেই মহান নেতা জাতীর জনক বঙ্গবন্ধুর স্বরণে ভাষ্কর্য নির্মাণ নিয়ে যারা না বুঝে বিরূপ মন্তব্য করছেন তাদের আমি ধীক্কার জানাই।আপনারা ধর্মের নামে সাধারণ মানুষকে ভূল ব্যাখ্যা দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করবেন না।মনে রাখতে হবে বঙ্গবন্ধু দলমত নির্বিশেষে সকল দলের নেতা সাধারণ খেটে খাওয়া মানুষের নেতা।
বিশেষ অতিথির বক্তব্যে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এড.সামসুল ইসলাম ভূইয়া বলেন,যারা সাধারণ মানুষের বিশ্বাসকে ভূল পথে নিয়ে বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছেন আমি আপনাদের এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।দেশে শুধু বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে আপনাদের এমন মন্তব্য অথচ আরও অনেক অখ্যাত নেতাদের ভাষ্কর্য নির্মাণ নিয়ে আপনারা কখনো মাঠে নামেননি।এটা প্রতীয়মান হয় যে আপনারা জাতীর জনকের অবদানকে অস্বীকার করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আপনাদের সকল শ্রেণী পেশার মানুষের নেতা।বঙ্গবন্ধুর ভাষ্কর্য নির্মাণ বা তাকে নিয়ে অপমাননাকর বক্তব্য আমরা কোন ভাবেই মেনে নিতে পারিনা।যারা ধর্মকে পূঁজি করে সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে বঙ্গবন্ধুকে নিয়ে বাজে মন্তব্য করছেন তাদের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন