মহান বিজয় দিবসে চেয়ারম্যান প্রার্থী আঃকাদির জয়ের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সোনারগাঁ প্রতিনিধিঃ নারায়ণগন্জ সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উপলক্ষে গরীব দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদের নিয়ে গঠিত পরিষদ হেল্পিং হ্যান্ডের আয়োজন অনুষ্ঠানে কম্বল বিতরণ করা হয়।
হোসেনপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল লতিফের সভাপতিত্বে আসন্ন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সোনারগাঁ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিঃ সহ-সভাপতি আব্দুল কাদির জয়ের নিজস্ব অর্থায়নে দুস্থ,গরীব ও অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
এসময় তিনি ৫০ জন দুস্থ অসহায় ও গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল বিতরণ কালে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের কাছে সমর্থন ও দোয়া কামনা করেন, এসময় উপস্থিত এলাকাবাসী আঃ কাদিরকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য আশস্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,হাজী মোঃ নওয়াব আলী সাহেব আলী আহাম্মদ মেম্বার, হারিস মাস্টার, মোহাম্মদ শিপন, মোঃ মনির হোসেন, আজিজ মাস্টার, মোহাম্মদ যুলহাস মিয়া, মোহাম্মদ সালাউদ্দিন, হোসেনপুর স্কুলের শিক্ষক মোঃ হুমায়ুন কবির, শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ প্রাক্তন ছাত্র ছাত্রীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন