নোয়াগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট প্রদান ও পুরষ্কার বিতরণ
তায়িন আহম্মেদ রাতুলঃ মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার নোয়াগাঁওয়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মুক্তিযোদ্ধাদের ক্রেষ্ট প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
বুধবার(১৬ডিসেম্বর)বিকেলে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর পূর্বপাড়া এলাকায় বীর মুক্তি যোদ্ধাদের সম্মানে এ ক্রেষ্ট প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দীন চুন্নু ।
এসময় উপস্থিত বক্তারা বলেন,স্থানীয় তরুনদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করতেই এই আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবসের গুরুত্ব অনেক তরুনরাই বুঝে না তাই তাদের মধ্যে আমাদের স্বাধীনতা রক্ষার করণীয় সম্পর্কে অবহিত করেছি আমরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন,জহিরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন