চুরি হওয়ার সাড়ে ৩ ঘন্টার মধ্যে চোরসহ ইজিবাইক উদ্ধার - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

চুরি হওয়ার সাড়ে ৩ ঘন্টার মধ্যে চোরসহ ইজিবাইক উদ্ধার



চুরি হওয়ার সাড়ে ৩ ঘন্টার মধ্যে চোরসহ ইজিবাইক উদ্ধার


নারায়ণগন্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় চুরি হওয়ার সাড়ে ৩ ঘন্টার মধ্যে ইজিবাইক উদ্ধারসহ শামীম (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


সোমবার (৭ ডিসেম্বর) বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় শীতলক্ষা নদীর পাড় থেকে ইজিবাইকটি উদ্ধার করে ফতুল্লা থানা পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল এগারোটায় ফতুল্লা বাজারের সামনে থেকে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা ট্রাষ্টের মালিকানাধীন আয়াত-১ নামের ইজিবাইকটি একজন নারী ও একজন পুরুষ ভাড়া করেন। তারা ফতুল্লা এসে ড্রাইভার জিসানকে দোকান থেকে পুড়ি কিনে আনতে বলে। ড্রাইভার পুড়ি কিনে এসে দেখেন চোরেরা ইজিবাইকটি নিয়ে পালিয়ে গেছে। তারা ইজিবাইকটি বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকায় শীতলক্ষা নদীর পারে নিয়ে যায় এবং বিক্রির চেষ্টা করে। এ সময় উপ পরিদর্শক আসাদুজ্জামান তালুকদার ও সহকারী উপ পরিদর্শক ওবায়দুর রহমান সেখানে অভিযান পরিচালনা করে এবং চোর শামীমকে গ্রেফতার ও ইজিবাইকটি উদ্ধার করে।


ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন,ট্রাষ্টের ম্যানেজার ফরহাদ ঢালি বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানালে পুলিশ তৎপর হয়ে প্রযুক্তির মাধ্যমে ইজিবাইকটির অবস্থান বের করে এবং সাড়ে ৩ ঘন্টায় একজনসহ ইজিবাইকটি উদ্ধার করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭