সোনারগাঁও প্রেস ক্লাবের স্থায়ী সদস্য হলেন সাংবাদিক মাজহারুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সোনারগাঁও প্রেস ক্লাবের স্থায়ী সদস্য পদ পেলেন আনন্দ টিভির সোনারগাঁও প্রতিনিধি মাজহারুল ইসলাম। ১২ ডিসেম্বর শনিবার বিকেলে সোনারগাঁও প্রেস ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভায় তাকে স্থায়ী সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় সোনারগাঁও প্রেস ক্লাবের সভাকক্ষে ক্লাবের সভাপতি অসিত কুমার দাস ও সাধারণ সম্পাদক আল আমিন তুষারের স্বাক্ষরিত স্থায়ী সদস্য পদের পত্র মাজহারুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ রিপন, অর্থ সম্পাদক শাহাদাত হোসেন রতন, দপ্তর সম্পাদক আনিছুর রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মশিউর রহমান, সাংবাদিক কল্যাণ সম্পাদক দীপন সরকার, নির্বাহী সদস্য হীরালাল বাদশা ও সদস্য হুমায়ুন কবির।
স্থায়ী সদস্য পদ পেয়ে মাজহারুল ইসলাম বলেন, স্থায়ী সদস্য পদ পেয়ে আমি আনন্দিত। ক্লাবের সুনাম অক্ষুন্ন রেখে ক্লাবের ভাবমূর্তি উজ্জল করার জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন