বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন
আজকের সংবাদ ডেস্কঃ যথাযোগ্য মর্যাদায় সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালন করেছে স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা,উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,সোনারগাঁ উপজেলা প্রশাসন,আ'লীগ,জাতীয় পার্টি,বিএনপি ও পুলিশসহ বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার(১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে মহিলা কলেজের সামনে স্বাধীনতা স্তম্ভে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের সুচনা করা হয়।
সকাল সাড়ে ৬টার দিকে উপজেলা পরিষদ চত্বরের শহীদ স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান,স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,আ'লীগ, জাতীয় পার্টি,বিএনপি, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান।
পরে সকাল ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে বিজয় দিবসের কর্মসুচির সূচনা করা হয়।
এসময় উপজেলা প্রশাসন,পুলিশ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক,
শিক্ষক,ব্যবসায়ী ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন