ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ যানবাহান বন্ধে বিশেষ অভিযান
আঃকাদিরঃ-ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে মহাসড়কে চলাচলরত সরকার কর্তৃক নিষিদ্ধ অবৈধ সিএনজি,অটোরিকশা সহ সকল প্রকার থ্রীহুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দূপুর পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাচঁপুর,মদনপুর,মোগড়াপাড়া, মেঘনা ও তারাবো এলাকায় ওসি মনিরুজ্জামানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় প্রায় ৩০টি অবৈধ থ্রীহুইলার আটক করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কাচঁপুর হাইওয়ে থানার টিআই মেহেদী হাসান সহ অত্র থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
এসময় কাচঁপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন,মহাসড়কে অবৈধ থ্রীহুইলার চলাচলে সব সময় হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে আছে। সরকারী নির্দেশ অমান্য করে জীবনের ঝুঁকি নিয়ে কোন থ্রীহুইলার চালক মহাসড়কে চলাচল না করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন এবং আটককৃত যানবাহন কোন প্রকার দালালদের মাধ্যমে না গিয়ে সরকারী নিয়মে ছাড়িয়ে নেয়ার নির্দেশ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন