সোনারগাঁওয়ে বিজয় দিবস উপলক্ষে রাত্রী কালীন প্রীতি ফুটবল ম্যাচ
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতাঃ মহান বিজয় দিবসে যুব ও কিশোরদের মাদক থেকে দূরে রাখতে সোনারগাঁওয়ে রাত্রি কালীন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
জাতির বীর সন্তানদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতাকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর কবিরের সার্বিক সহযোগিতায় ছয়হিস্যা যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধান অতিথি নাগেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি রফিকুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম সরকার।
আলমগীর কবির বলেন, স্থানীয় তরুনদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল করতেই এই আয়োজন করা হয়েছে। মহান বিজয় দিবসের গুরুত্ব অনেক তরুনরাই বুঝে না তাই তাদের মধ্যে আমাদের স্বাধীনতা রক্ষার করণীয় সম্পর্কে অবহিত করেছি আমরা।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী শাহ আলী, ফ্রান্স প্রবাসী আবুল বাশার (বাদশাহ), বিশিষ্ট ব্যবসায়ী শাহজালাল প্রমুখ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন