সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
মোঃ নুর নবী জনিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের দরিকান্দী এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সিনিয়র ডেপুটি ম্যানেজার বরুণ কুমার সরকারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার(১৩ ডিসেম্বর) বিকেলে প্রায় ১৫টি গ্রামের ১০ কিলোমিটার এলাকার প্রায় ৩ তিন হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ এবং ১০টি রেস্টুরেন্টের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন,ডেপুটি ম্যানাজার রিফাত আব্দুল্লাহ,জহিরুল ইসলাম সহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সিনিয়র ডেপুটি ম্যানেজার বরুণ কুমার সরকার বলেন,অবৈধভাবে যতোগুলো গ্যাস লাইন সংযোগ দেয়া হয়েছে।আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সেসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি।পর্যায়ক্রমে আমাদের অভিযান পরিচালনা করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন