সোনারগাঁয়ে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
আজকের সংবাদ ডেস্কঃ মুজিব শতবর্ষ উপলক্ষে সোনারগাঁয়ে ‘জাতীয় শ্রমিক লীগ কাঁচপুর শিল্পাঞ্চল’ এর পক্ষ থেকে কাঁচপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার(২৯ ডিসেম্বর)দুপুরে কাঁচপুরে জাতীয় শ্রমিক লীগের কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ২১ জন মুক্তিযোদ্ধাকে পাঞ্জাবী ও মুজিব কোট সহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়েছে।
কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান মেম্বারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন- সোনারগাঁ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সোহেল রানা, সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গনী ও কাঁচপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ওবায়দুল হক মাষ্টার। সম্মানিত অতিথি ছিলেন কাঁচপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সবুর খাঁন। সোনারগাঁ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ফাউন্ডেশনের সাধারন সম্পাদক মোহাম্মদ নূর নবী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন