সরকারী খাস জায়গায় অবৈধ বালু ব্যবসার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিয়ারনগর এলাকায় সরকারি খাস জায়গা দখল ও বালু ভরাট করে ব্যবসা পরিচালনার অভিযোগে জাহান শরীফ জনি (৩৮) নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার সকালে উপজেলা সহকারী (ভূমি)আল মামুন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা সহকারী (ভূমি) আল মামুন জানান, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পিয়ারনগর এলাকায় সরকারি খাস জায়গা অবৈধ ভাবে দখল,বালু ভরাট ও ব্যবসা করে আসছিলেন ওই ইউনিয়নের দমদমা গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শরীফ জাহান জনি ও তার সন্ত্রাসী বাহিনী। পরে স্থানীয়দের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু ভরাটের অভিযোগে শরীফ জাহান নামে একজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাটি ব্যবস্পনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন