জিসান হত্যাকারী ১২ বছরের তুহিন গ্রেফতার,খেলনা নিয়ে দন্দে হত্যা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে(৭) বছরের শিশু জিসান হত্যাকাণ্ডের পেছনে রয়েছে খেলনা নিয়ে বিবাদের ঘটনা। তুহিন নামের ১২ বছর বয়সী বন্ধুই তাকে হত্যা করে। জানা গেছে, জিসান ও তুহিন একই সঙ্গে খেলাধুলা করতো। কিন্তু খেলনা না দেয়ার জেরে জিসানকে হত্যা করা হয়।
হত্যার পর বস্তায় ভরে রান্না ঘরে পুঁতে রাখা হয় জিসানের লাশ।
শনিবার(১২ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ন কবিরের আদালতে গ্রেফতারকৃত শিশু তুহিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ আদালতে স্বীকারোক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।
জবানবন্দি দেয়া শিশুর বাড়ি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহিষটেক বাড়িপাড়া এলাকায়।
উপজেলার জামপুর ইউনিয়নের মহিষটেক এলাকা থেকে গত পহেলা ডিসেম্বর জিসান নিখোঁজ হয়। পরে সোনারগাঁ থানায় তার বাবা ইলিয়াস শেখ বাদী হয়ে একটি জিডি করেন। নিখোঁজের ১০ দিন পর ১০ ডিসেম্বর পাশের বাড়ির একটি রান্না ঘর থেকে জিসানের অর্ধগলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন