সোনারগাঁ পৌর নির্বাচনে নৌকা প্রত্যাশি ৬ মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

সোনারগাঁ পৌর নির্বাচনে নৌকা প্রত্যাশি ৬ মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে



সোনারগাঁ পৌর নির্বাচনে নৌকা প্রত্যাশি ৬ মেয়র প্রার্থীর নাম কেন্দ্রে 

আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারনা জমে উঠেছে।ইতি মধ্যে সব দলের মনোনয়ন প্রত্যাশীরা গনসংযোগ চালিয়ে যাচ্ছে। দলীয় মনোনয়ন পেতে জোর লবিং চালাচ্ছে মনোনয়ন প্রার্থীরা।

আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হাইকমান্ডে যার যার মতো তদবির ও লবিং চালাচ্ছে। তৃনমূল পর্যায়ে মনোনয়ন পেতেও সমর্থন আদায় চেষ্টা করছে সবাই।

এদিকে তৃণমূল থেকে দলীয় মনোয়নের জন্য আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৬ জনের নাম প্রস্তাব করেছেন স্থানীয় সরকার পৌরসভা নির্বাচনী মনোনয়ন বোর্ডে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের দলীয় প্যাডে আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া ও যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের স্বাক্ষরিত এ নাম প্রস্তাব করা হয়।

গত ৬ ডিসেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় ৬ জন প্রার্থীর নাম উঠে আসে। সভায় আহবায়ক কমিটির সকল সদস্য বৃন্দ স্ব-বিস্তারে আলোচনায় ৬ জনের নামই জেলা আওয়ামীলীগের মাধ্যমে স্থানীয় সরকার পৌরসভা মনোনয়ন বোর্ডে প্রেরণের সিদ্ধান্ত নেয়।

সভায় প্রস্তাবিত ৬ জন প্রার্থী হলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গাজী মজিবুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ উপ-কমিটির সাবেক সহ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছগীর আহমেদ, নারায়ণগঞ্জ জেলা যুব আইনজীবি পরিষদেও সভাপতি এডভোকেট আবু তাহের ফজলে রাব্বী, বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বদরুনেসা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাছরিন সুলতানা ঝরা, সোনারগাঁ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা ওসমান গণি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক উপ-সম্পাদক মোহাম্মদ হোসাইন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭