বিদায়ী জেলা প্রশাসক জসিম উদ্দিনের সাথে আব্দুল হাইয়ের শুভেচ্ছা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই। এসময় আবদুল হাই জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
মঙ্গলবার(২২ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জসিম উদ্দিনের সাথে বিদায়ী শুভেচ্ছা জানান তিনি। এসময়ে আবদুল হাই তার আগামীর দিনের সাফল্যে কামনা করেন।
সাক্ষাতকালে আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এমএ রাসেল,জেলা ব্যাংক কর্মচারী ফেডারেশনের সভাপতি আব্দুল কাদির, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নুর জাহান বেগম,কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বিএ,সোনাকান্দা ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. শাহজাহান প্রমুখ।
উল্লেখ্য জসিম উদ্দিন ২০১৯ সালের ২৩ জুন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। তাকে বদলি করে অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে নিযুক্ত করা হয়েছে।, ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে জনপ্রশাসনের মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ জারি করা হয়। অপরদিকে নারায়ণগঞ্জে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে মুস্তাইন বিল্লাহকে পদায়ন করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন