সোনারগাঁয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংঙ্গার প্রতিবাদে উপজেলা প্রসাশনের প্রতিবাদ সভা ও মানববন্ধন সভা
মোঃনুর নবী জনিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংঙ্গার প্রতিবাদে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের লোকজন অংশ নেন।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.পলাশ কুমার সাহা, সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার, সোনারগাঁ থানার তদন্ত অফিসার তবিদ রহমান প্রানী সম্পদ কর্মকর্তা ডা.ইউসুফ হাবিব,কৃষি কর্মকর্তা মনিরা আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াছিনুল হাবিব প্রমূখ।
বক্তারা বলেন,জাতির পিতার সম্মানের প্রতি আঘাত আসলে রক্ত দিয়ে তা প্রতিহত করা হবে। এব্যাপারে সকলকে সর্তক থাকার আহবান জানান বক্তারা এবং ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত উগ্রবাদী ও উস্কানী দাতাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন