সন্দেহ বেড়াজালে আনোয়ারের দাফন সম্পন্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলা সনমান্দী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে র ঈমানের কান্দী এলাকায় সকাল ৮.৩০ ঘটিকায়, সিরাজুল হকের (৬০) বড় ছেলে মোঃ আনোয়র হোসেন (২৭) হঠাৎ বুক ব্যাথা হলে তার পরিবার পক্ষ থেকে দি বারাকা হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখানকার দ্বায়িত্ববান চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন,
মৃত আনোয়ারের ছোট ভাই মোঃ দোলোয়ার হোসেন জানান ,আমার ভাই আগে সুস্থ্য ছিলেন , আমার ভাইকে নারী র্নিযাতনের বিষয় নিয়ে একটি কুচুক্রী মহল এলোপাথাড়ী ভাবে লাঠিশোঠা দিয়ে মাথায় আঘাত সহ বেধড় মারধর করেন ,তার পর থেকেই বিভিন্ন শাররিক রোগে আক্রান্ত হয়ে জীবন যাপন করছেন। তার পরিবারের দাবী সেই আঘাতের কারণেই আমার ভাইকে অকালে হারাতে হয়েছে। আমার ভাইকে যারা অন্যয় ভাবে মেরেছে আমি তাদের বিচার চাই .আমার ভাই যদি অন্যায় করত আইন আছে ,আইন অনুযায়ী বিচার হতো, কুচক্রীমহল কেন আমার ভাইকে অন্যায় ভাবে মেরেছে,আমার পরিবার মাননীয় প্রধান মন্ত্রীর কাছে বিচার চাই ,মৃত্যু কালে আনোয়ার হোসেন স্ত্রীসহ এক ছেলে (৭বছর) ও এক মেয়ে (৪বছর) রেখে যান ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন