সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগন্জ সোনারগাঁয়ে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগের একাংশের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১০ডিসেম্বর) বিকালে পৌরসভার সোনারগাঁ জি আর ইনিষ্টিটিউশন স্কুল এন্ড কলেজের সামনে পৌর এলাকার ৫নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ পৌরসভার আহবায়ক আইয়ুব আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁয়ের সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজুর রহমান কালাম।
এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা,জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামীম শিকদার শিপলু,সনমান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু,উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু,যুবলীগের সহ-সভাপতি মাসুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, সোনারগাঁ উপজেলা চালক লীগের সভাপতি আনোয়ার হোসেন,সাবেক কমিশনার আমির হোসেন, মোশারফ হোসেন,পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক হাজী আমজাদ,মামুন আল ইসমাইল,কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পারভেজ আহম্মেদ,পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু,পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুব রবিন,সাধারণ সম্পাদক সাহরিয়ার সাজু,ছাত্রলীগ নেতা আকিব,সালাম হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন