সোনারগাঁয়ে লটারীর মাধ্যমে ষষ্ঠ শ্রেনীর ভর্তির শুভ উদ্বোধন
মোঃনুর নবী জনিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এইচ, জি,জি,এস স্মৃতি সরকারি বিদ্যায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লটারীর মাধ্যমে ষষ্ঠ শ্রেনীর ভর্তির শুভ উদ্বোধন ঘোষণা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।
সোমবার সকালে সকলের উপস্থিতে সচ্ছতার মাধ্যমে ৩৮৩জন ছাত্র ও ৩৮০জন ছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৩৬০ জন ছাত্র/ছাত্রীর লটারির মাধ্যমে জয়ী হয়, এসময় আরোও ১০ জন করে লটারির মাধ্যমে জয়ী হওয়ায় অতিরিক্ত হিসেবে রাখা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল,উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল।
এসময় আরও উপস্থিতি ছিলেন,সহকারী শিক্ষক হিমাংশু সহকারী শিক্ষক, শিক্ষিকা, সাংবাদিক,অভিভাবক ও ছাত্র ছাত্রী বৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন