শীতার্থদের পাশে সোনারগাঁ প্রবাসী একতা সংগঠন
আজকের সংবাদ ডেস্কঃ “এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোনারগাঁয়ের উদ্ধবগঞ্জে দুস্থ্য ও শীতার্ত অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করেছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।
শুক্রবার (পহেলা জানুয়ারী) সকালে সোনারগাঁ প্রবাসী একতা সংগঠন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম।
উপজেলার উদ্ধোবগন্জ বাজার এলাকায় তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে এসব কম্বল বিতরণ করে সংগঠনটি।
এসময় সোনারগাঁ প্রবাসী একতা সংগঠন সোনারগাঁয়ের প্রায় ৩শত দুস্থ্য ও শীতার্ত অসহায়, দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরন করে।
সংগঠনটির সভাপতি মো. কবির হোসেন প্রধান পুরো অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন, আসাদুর রহমান বিদ্যুৎ, আবু বকর সিদ্দিক, শহীদুর রহমান প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন