সোনারগাঁয়ে এম্পায়ার স্টিলের উদ্যোগে এতিম ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ
আজকের সংবাদ ডেক্সঃ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগন্জ সোনারগাঁয়ে এম্পায়ার স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে এতিম ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার(১৬জানুয়ারী) বেলা ১২টায় উপজেলার জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় অবস্থিত এম্পায়ার স্টিল ইন্ডাস্ট্রিজের নিজস্ব প্রতিষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন কোম্পানির কর্ণধার আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁয়ের সাবেক সাংসদ কায়সার হাসনাত,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগন্জ জেলা আওয়ামীলীগ সদস্য মাহফুজুর রহমান কালাম,
স্থানীয় চেয়ারম্যান হামীম সিকদার শিপলুর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দীন শাবু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদসহ কয়েক হাজার গ্রামবাসী।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন যুবলীগ নেতা গোলজার হোসেন,সোহরাব ও আলমগীর,শাহীন প্রমূখ।
এসময় এম্পায়ার স্টিল ইন্ডাস্ট্রিজের কর্ণধার আবুল কালাম বলেন, যার জন্ম না হলে স্বাধীন বাংলাদেশ তৈরী হতো না।আমাদের মতো ব্যবসায়ীরা স্বাধীন ভাবে ব্যবসা করে শিল্পপতি হতে পারতাম না।সে মহান নেতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এতিম ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করে নিজেকে ধন্য মনে করছি। সেই সাথে আমি ঘোষণা দিয়ে গেলাম এই প্রতিষ্ঠানে সবার আগে স্থানীয়দের কর্ম সংস্থানের ব্যবস্থা করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন