৮৮৩ টি মোবাইলসহ ১০জন চোর কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১

৮৮৩ টি মোবাইলসহ ১০জন চোর কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।


৮৮৩ টি মোবাইলসহ ১০জন চোর কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।


আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর রূপালী মার্কেট থেকে ৮৮৩ টি মোবাইলসহ ১০জন চোর কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

রোববার (২৪জানুয়ারি)সকালে কাঁচপুরের রুপালী মার্কেটের শরীফের কাঁচা তরকারীর দোকানের ডান পাশে বিভিন্ন দোকানে র‍্যাব-১০ এর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। মোঃ সাহাজুল ইসলাম সাজু (৫০)পিতা- মৃত আবুল মন্ডলমাতা- হোসনেআরা বেগমসাং- মথারাপুরথানা- দৌলতপুরজেলা- কুষ্টিয়াএ/পি- মনির মেম্বারের বাড়ির ভাড়াটিয়াকাচঁপুরথানা- সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ২। কবির হোসেন (৪২)পিতা- মৃত মানিক ব্যাপারীমাতা- রোহা বেগমসাং- কন্ডাথানা- নড়ীয়াজেলা- শরীয়তপুরএ/পি- সোনাপুরকাচঁপুর মনোয়ারের বাড়ির ভাড়াটিয়াথানা- সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ৩। রোমান মোল্লা (২৪)পিতা- আনোয়ার হোসেনমাতা- ঝর্না বেগমসাং- উত্তর সোনাপুরথানা- সোনারগাজেলা- নারায়নগঞ্জএ/পি- মতিন খান প্লটরাজ্জাক সাহেবের বিল্ডিং কাচঁপুরথানা-সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ৪। মোঃ রাসেল গাজী মিঠু (২৯)পিতা- রফিকুল ইসলাম গাজীমাতা- সাহেরা বেগমসাং-গুল্লিশাথানা-চাঁদপুর সদরজেলা- চাঁদপুরএ/পি- বেহাকুরবটতলা০৬ নং কাচঁপুরথানা-সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ৫। হাবিবুর রহমান (৫০)পিতা- মৃত আব্দুল হান্নানমাতা- রোকিয়া বেগমসাং- মালাইথানা- নবীননগরজেলা- বি-বাড়ীয়াএ/পি- সোনাপুরকাচঁপুরসাদেক ভূইয়ার বাড়ী ভাড়াটিয়াথানা- সোনারগাঁওজেলা- নারায়নগঞ্জ৬। মোঃ রাজু আহম্মেদ (২৯)পিতা- মৃত আব্দুর রাজ্জাকমাতা- মৃত সালেহা খাতুনসাং- মাধবদীজেলা- নরসিংদীএ/পি- রফিক খানের বাড়ির ভাড়াটিয়াথানা- সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ৭। নবীর হোসেন (৩২)পিতা- মৃত হেলাল উদ্দিনমাতা- ফরিদা বেগমসাং- হামছাদিয়াথানা- সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ৮। মোঃ শাহীন (২৫)পিতা- মোঃ সাইদুর রহমানমাতা- নারগিছ বেগমসাং- ঘুরিদহথানা- সাঘাটাজেলা- গাইবান্ধাএ/পি- কাচঁপুর আক্তারের বাড়ীর ভাড়াটিয়াথানা-সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ৯। মোঃ জয়নাল আবেদীন (৩০)পিতা- মৃত সেরাজুল হকমাতা- মৃত আমিনা বেগমসাং- বেলঘরথানা- হাজীগঞ্জজেলা- চাঁদপুরএ/পি- কাচঁপুর জমির খান কমপ্লেক্সথানা- সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ১০। মোঃ হাবিব উল্লা সোহাগ (২৫)পিতা- মোঃ রফিকুল ইসলাম গাজীমাতা- সাহেরা বেগমসাং- গুল্লিশাথানা-চাঁদপুর সদরজেলা- চাঁদপুরএ/পি- কাচঁপুরবেহাকুর বটতলাথানা-সোনারগাঁজেলা- নারায়নগঞ্জ

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে র‍্যাব-১০ এর নৌবাহিনীর এনএস মোঃ মোমেন খাঁন বাদী হয়ে মামলা দায়েরের পর তাদের সোনারগাঁ থানায় হস্তান্তর করলে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা যায়দীর্ঘদিন ধরে কাঁচপুর রূপালী মার্কেট এলাকায় বিভিন্ন ব্যান্ডের চোরাই মোবাইল কেনাবেচা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে র‍্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে কয়েকটি দোকান থেকে ৮শ ৮৩টি মোবাইলসেট সহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। সোনারগাঁ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেনর‍্যাব-১০ হস্তান্তরের পর গ্রেপ্তারকৃত চোরাকারবারীদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭