অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে নারী পুরুষের বাঁধায় পিছপা তিতাস কর্তৃপক্ষ
আজকের সংবাদ ডেক্সঃ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে নারায়ণগন্জ সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে স্থানীয় কয়েক হাজার নারী পুরুষের সড়ক অবরোধ।
রোববার সকালে তিতাস গ্যাস কর্তৃপক্ষ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে স্থানীয় কয়েক হাজার নারী পুরুষ সড়ক অবরোধ করে বন্ধ করে দেয়। এসময় মহাসড়কের দুপাশে যানবাহন আটকা পড়ে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয়দের বাঁধার মুখে বাধ্য হয়েই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন না করে ফিরে আসেন তিতাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস বিচ্ছিন্ন করণে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মুস্তাফা মুন্না।
এ সময় তিতাস গ্যাস সোনারগাঁ জোনের কর্তৃপক্ষ ছাড়াও আরোও উপস্থিত ছিলেন তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন