সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার
মোঃ নুর নবী জনিঃ নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতা গ্রেফতার।
বৃহস্পতিবার(৭ জানুয়ারী)ভোর ৫ টায় উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর সিনেমা হলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ইমাম আহাদ বলেন,তদন্ত কেন্দ্রের
ইনচার্জ আহসান উল্লাহ স্যার এর নেত্রীত্বে আমি ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী কালাম(২৪),শিপন(২৫) ও জুয়েল(২২) কে ৩০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত মাদক বিক্রেতা কালাম কুমিল্লার সদর দক্ষিণ থানার রাজেশপুর এলাকার খোরশেদ আলমের ছেলে,শিপন একই এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ও জুয়েল চৌদ্দগ্রাম উপজেলার কুমার ডোজা এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকা থেকে ফেনসিডিলের চালান এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন