উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সির উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ
মোঃনুর নবী জনিঃ নারায়ণগন্জের সোনারগাঁয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সির উদ্যোগে ও বাসমাহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ত্রাণ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার সোনারগাঁ উপজেলার তিনটি ইউনিয়নে প্রধান অতিথি হিসাবে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি উপস্থিত থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
করোনা মহামারী শুরু থেকেই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি সাধারণ মানুষের পাশে থেকে চাল,ডাল,চিনি,ঔষধ ইত্যাদি বিতরন করেছেন।এ বিষয়ে মাহমুদা আক্তার ফেন্সি বলেন, আমি সোনারগাঁয়ের সাধারণ মানুষের জন্য রাজনীতি করি তাদের ভোটেই আমি নির্বাচিত হয়েছি,আমি যতদিন বেঁচে থাকব ততদিন তাদের পাশে থাকব ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিতি ছিলেন,নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউছুফ দেওয়ান,নোয়াগাঁও ইউনিয়নের মেম্বার সাকিব হাসান জয়সহ এলাকার অন্যান্য নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন