বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের সুস্থতায় এমপি খোকার দোয়া কামনা
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনে অসুস্থ হয়ে স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব,প্রেসিডিয়াম সদস্য,কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা দেশবাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।মহান রব্বুল আলামীন উনাকে নেক হায়াত ও সুস্থতা দান করুক।
উল্লেখ্য গত শনিবার সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন অসুস্থবোধ করলে তাকে স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়,বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।এদিকে তার আত্মীয়স্বজনরা জানান বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালোর দিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন