অস্ত্র মামলায় নূর হোসেনের যাবজ্জীবন কারাদন্ড
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন বুধবার(৬ই জানুয়ারী) দুপুরে এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে একটি চাঁদাবাজির মামলা থেকে তাকে খালাস দেয় আদালত।
এর আগে সকালে পুলিশি নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে নূর হোসেনকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
নারায়ণগঞ্জের সরকারপক্ষের সহকারী কৌঁসুলি সালাহ উদ্দিন সিটু সাংবাদিকদের জানান, ২০১৩ সালে নূর হোসেনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে পুলিশ।
মামলায় বলা হয়, নূর হোসেনের অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়ার পরও সেটি তিনি ব্যবহার করেন। আদালত এ মামলায় পাঁচ জন সাক্ষীর সাক্ষ্য নেয়া শেষে এ রায় দেয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন