ইঞ্জিনিয়ার মাসুমের ভাই ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বাবুর মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের শোক
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর মৃত্যুতে সোনারগাঁও রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ শোক প্রকাশ করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।
গতকাল শনিবার (৯ জানুয়ারি) বিকেল ৪ টায় ঢাকাস্থ প্রান্তিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জাহিদ হাসান বাবু সহ আরো ৩জন। বাবুসহ অন্যান্যদের মৃত্যুতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি আব্দুস সাত্তার প্রধান ও সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম অনিক সাংগঠনিক সম্পাদক মোঃনুর নবী জনিসহ ক্লাবের সকল সদস্য শোকাহত।
উল্লেখ্য যে, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের পরিবারের পক্ষ থেকে পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার সেলিম রেজা জানান খাদ্যে বিষ ক্রিয়ার ফলে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ভাই ও সোনারগাঁও উপজেলার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান বাবু (৩০), পিরোজপুর ইউনিয়নের প্রতাবনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে মহসিন (২৬), ড্রাইভার তোফাজ্জল হোসেন (৩৪) ও জিসান মারা গেছে। অন্যদিকে, গুরুত্বর অসুস্থ অবস্থায় ঢাকাস্থ আজগর আলী হাসপাতাল, মিডফোর্ড ও রাজারবাগের প্রান্তিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন