সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড উচ্ছেদ অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জ শিমরাইল মোড়ে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড উচ্ছেদ অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক শিমরাইল মোড়ে ট্রাফিক সার্জেন্ট জুহাইর এ অভিযান চালায় এবং অবৈধ ষ্ট্যান্ডটি উচ্ছেদ করেন।
জানা গেছে, সুমন নামে এক চাঁদাবাজ অবৈধ ভাবে শিমরাইল মোড়ে সিএনজি ষ্ট্যান্ড গড়ে তুলে। প্রতিদিন ৩০ টাকা করে থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের নামে প্রায় ৫০ টি সিএনজি থেকে চাঁদা উত্তোলন করা হতো।
এ নিয়ে বুধবার স্থানীয় কয়েকটি প্রত্রিকায় সংবাদ প্রকাশের পর বৃহস্পতিবার ট্রাফিক পুলিশ অবৈধ ভাবে গড়ে উঠা সিএনজি ষ্ট্যান্ডটি উচ্ছেদ করে।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট জুহাইর বলেন, নিয়মিত অভিযানের অংশ ছিলো আজকের অভিযানটি। যা চলমান রয়েছে। তাছাড়া রাস্তা যান চলাচলের সকল অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদ করা হবে। যারা অবৈধ ভাবে সড়কে ষ্ট্যান্ড করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন