ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
আজকের সংবাদ ডেক্সঃ নারায়নগঞ্জ সোনারগাঁ উপজেলার বস্তল এলাকার মদনপুর-জয়দেবপুর এশিয়ান হাইওয়ে সড়কে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সাগর মিয়া (৪০)নামে ১ব্যাক্তি নিহত হয়েছেন।
রোববার(১৭জানুয়ারী)মদনপুর জয়দেবপুর এশিয়ান হাইওয়ে সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাগর মিয়া রূপগঞ্জের গন্ধবপুর এলাকার একটি কারখানায় চাকুরী করতেন।তিনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কারারহাট গ্রামের মাহতাব মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান,সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন এশিয়ান হাইওয়ে বস্তল এলাকায় সাগর মিয়া তার ব্যবহৃত মোটর সাইকেল যোগে তার কর্মস্থল রূপগঞ্জ যাচ্ছিলেন। এসময় বিপরীত গামী রাস্তা থেকে একটি কভার ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল আরোহী রাস্তা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান,সড়ক দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি পুলিশ আটক করেছে। এসময় চালক ও তার সহকারী পালিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন