জি এম কাদেরের রোগ মুক্তি কামনায় সোনারগাঁয়ে দোয়া অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেক্সঃনারায়ণগন্জের সোনারগাঁয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরের রোগ মুক্তি কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৬ জানুয়ারী)বিকেলে উপজেলার সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত।
জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা প্রকৌশলী গোলাম মোহাম্মদ কাদের করোনা আক্রান্ত হওয়ায় তার রোগ মুক্তি কামনায় নারায়ণগন্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও পৌরসভা জাতীয় পার্টির আয়োজনে এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাইম ইকবালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর মাসুম,সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতা রেজাউল করিম, গরিব নেওয়াজ,লিয়াকত আলী,৬নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম, পৌরসভা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,বৈদ্দ্যোর বাজার ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক মোহাম্মদ আলী,যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক মেম্বার,১নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আক্তার হোসেন, ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হাসান ইমাম, ৯ নং ওয়ার্ডের সভাপতি রাসেল, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম রাজু,মোশারফ মোল্লা, আনোয়ার মোল্লা প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন