গোলাম মোহাম্মদ কাদের এমপি'র রোগমুক্তি কামনায় এমপি খোকা
আজকের সংবাদ ডেক্সঃ নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি’র রোগ মুক্তি কামনা করেছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য,অতিরিক্ত মহাসচিব ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সভাপতি,নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ রোগমুক্তি কামনা করেন।
লিয়াকত হোসেন খোকা এমপি বিবৃতিতে বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি দেশের মানুষের অধিকার আদায়ের জন্য অক্লান্ত মেহনত করছেন।তিনি সর্বপ্রথম বাংলাদেশের সাধারণ মানুষকে বিনামূল্যে করোনারভাইরাস ভ্যাকসিন দেওয়া কথা বলে আসছেন। অবশেষে তিনি নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বিবৃতি বলেন,জনগণ জানতে চায় কোন অজ্ঞাত কারণে সরকার এখনো জনগণের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেনি। দেশের এই ক্রান্তিলগ্নে জনগণকে বিনামূল্যে করোনা ভাইরাসে ভ্যাকসিন দেওয়া ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন