উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তারের দোয়া
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন অসুস্থ হয়ে স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সী দেশবাসীসহ সকলের নিকট দোয়া চেয়েছেন।
তিনি জানান, মোশারফ ভাই আমাদের বড় ভাই আমাদের মুরুব্বী,তিনি আমাদের মোগরাপাড়া ইউনিয়নের গর্ব। যিনি একাধিকবার ইউনিয়ন পরিষদ ও দুই দুই বার উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হয়েছেন। যিনি মোগরাপাড়াবাসীর কাছে যেমন প্রিয় তেমনি সোনারগাঁবাসীর চোখের মনি। প্রিয় ব্যক্তিটি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক আল্লাহর পাকের কাছে সেই প্রার্থনা করি। সেই সাথে আমি ওনার সুস্থতার জন্য সোনারগাঁবাসীর কাছে দোয়া প্রার্থনা করি।
উল্লেখ্য গত শনিবার সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন অসুস্থবোধ করলে তাকে স্কোয়ার হাসপাতালে ভর্তি করা হয়,বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।এদিকে তার আত্মীয়স্বজনরা জানান বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটা ভালোর দিকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন