থানা পুলিশের চৌকসতায় চার ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার।
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত চার আসামী গ্রেফতার।
গতকাল শুক্রবার(৮জানুয়ারি)গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের নির্দেশে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায় গ্রেফতারকৃতরা সিআর প্রাপ্ত আসামীরা হলো নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার নগরহাট গ্রামের আবেদ আলীর ছেলে ১নং আসমী মোঃ সৌরভ(২৮), নয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে ২নং আসামী শহিদুল ইসলাম (৪০), নয়াপাড়া গ্রামের মৃত আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (৩৪) ও নিয়মিত মামলার আসামী হলো মঙ্গলেরগাঁও বটতলা গ্রামের মোঃ আলী হোসেন ছেলে মোঃ মুক্তার (৩৫)।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান,গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন