কংকা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

কংকা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড


 কংকা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা 


তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কংকা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


রোববার(৩রা জানুয়ারী)সকাল ১১ টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঢাকা-চট্রগ্রাম রোডের সাথে  ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

তবে এ সংবাদ লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, সকাল ১০টা ৫১ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


কারখানাটির শ্রমিকরা জানান, সকালে কাজে যোগদান করার পরপরই আগুন লাগে। এতে অনেক ক্ষয়ক্ষতি হবে বলে মনে হচ্ছে।


ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ শুরু করেছি। তবে প্রধান ফটক নির্মাণাধীন থাকায় ভেতরে প্রবেশে বেগ পেতে হচ্ছে আমাদের।


তবে কিভাবে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত এই বিষয়ে কোন তথ্য জানা যায়নি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭