উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর মৃত্যুতে কালামের শোক
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর মৃত্যুতে নারায়নগন্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার(৯ই জানুয়ারী) দুপুরে ঢাকার একটি হাসপাতালে খাদ্য বিষক্রিয়ার কারনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহি ওইন্না-ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার এশার নামাজের পর প্রতাপনগর ইদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
মাহফুজুর রহমান কালাম এক বিবৃতিতে বলেন, মরহুম জাহিদ হাসান বাবু একজন ছাত্রলীগের তুখোর নেতা, ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করি।
এ সময় আরো শোক জানিয়েছেন,নারায়ণগন্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুম,সোনারগাঁ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুলসহ আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন