বসুন্ধরা পেপার মিলের বেল্টে পড়ে এক শ্রমিকের মৃত্যু
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বসুন্ধরা পেপার মিলস‘র বেল্টে পড়ে টিপু সুলতান(১৬)নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার (১৫ই ফেব্রুয়ারী) উপজেলার মেঘনা ঘাট সংলগ্ন বসুন্ধরা পেপার মিলে কাজ করার সময় রাত প্রায় পোঁনে ১২টার সময় এ দূর্ঘটনা ঘটে।
নিহত টিপু সুলতান পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের আনোয়ার আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বিকেলে টিপু সুলতান নাইট ডিউটির উদ্দেশ্যে স্থানীয় বসুন্ধরা পেপার মিলে কাজে যায়।পরে রাত ১২ টায় কোম্পানির কর্মকর্তা ফোন করে জানায় টিপু তার কর্মস্থলের মেশিনের বেল্টে পরে মারা গেছেন। এ খবর শুনেই সাথে সাথে আমরা ঘটনাস্থলে পৌঁছাই।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার্স ইনচার্জ রফিকুল ইসলামের কাছে জানাতে চাইলে তিনি বলেন,এ বিষয়ে আমাদের কে কর্তৃপক্ষ কিছুই জানায়নি তবে অভিযোগ পেলেই আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন