ঐতিহাসিক কাইকারটেক হাটের ইজারা পেলেন আসন্ন ইউপি নির্বাচন মেম্বার পদপ্রার্থী মোঃ রোমান বাদশা
তায়িন আহম্মেদ রাতুলঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগড়াপারা ইউনিয়নের ঐতিহাসিক কাইকারটেক হাটের ইজারা সর্বোচ্চ দরদাতা হিসেবে এবার পেয়েছেন আসন্ন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী মোঃ রোমান বাদশা।
বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারী)বিকেলে এ হাট ঢাকে ৩৭ লাখ ২৪হাজার টাকায় তিনি আগামী ১ বছরের জন্য হাটটির ইজারা পান।
মেম্বার পদপ্রার্থী মোঃ রোমান বাদশা জানান,ঐতিহাসিক কাইকারটেক হাটের বিগত ১০০ বছর যাবত ইজারাকালে আমার পূর্বপুরুষরা ইজারা পেয়েছি। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাগন আমাদের পূর্ব পুরুষদের বিগত বছরগুলোতে সুনামধন্য ইজারাদার হিসেবে সনদ প্রদান করেছেন।
এদিকে,ঐতিহাসিক কাইকারটেক হাটটির দ্বিতীয় ও তৃতীয় দর হাঁকিয়েছেন যারা তাদের কে পরাজিত করে সর্বোচ্চ দামে আসন্ন মোগড়াপারা ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী মোঃ রোমান বাদশা শেষ পর্যন্ত ইজারা পান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন