নাঃগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া
আজকের সংবাদ ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায় জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা মোঃ শামসুদ্দিন খানের দ্রুত সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ফেব্রুয়ারি) বাদ আসর বালুচর বাজার এলাকায় ৪নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠিত হয়।
শামসুদ্দিন খানের সুস্থতা কামনায় দোয়ায় অংশগ্রহণ করেন,শেখ মমিন,যুবলীগ নেতা মোঃশাহ আলম,মোঃ জামান,মাকসুদ হাসান,মোঃ সুমন,লাভলু,মোঃ হীরা, ফারুক,হালিম প্রমুখ।
এসময় মোনাজাত পরিচালনা করেন,মিরকুন্ডি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম,খতিব মাওলানা নুরুল আমিন।
উল্লেখ্য যে গত ১৪ই ফেব্রুয়ারি থেকে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদের পিতা শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তাঁর দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন শামসুদ্দিন খানের কনিষ্ঠ পুত্র জেলা যুবলীগ নেতা খান মাসুদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন