আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের একটি ম্যাচে অংশ গ্রহণ করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।
শনিবার(২৭শে ফেব্রুয়ারী) সকালে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুজিববর্ষ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের খেলায় সোনারগাঁ পৌরসভা গ্লেডিয়েটর বনাম পিরোজপুর পাইরেটর্স অফ মেঘনা খেলায় সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মোহাম্মদ আশরাফুলসহ সকল তারকা খেলোয়াড়দের মিলন মেলা।
এসময় মাঠে খেলা উপভোগ করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তফা মুন্না,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সেনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল,নারায়ণগন্জ জেলা জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, সনমানদী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক,কাঁচপুর ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন।
আজকের খেলা পিরোজপুর পাইরেটস অব মেঘনা সোনারগাঁ পৌরসভা গ্লাডিয়েটরস কে হারিয়ে জয়ী হয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন