মোগরাপাড়া ইউনিয়নে সোহাগ রনির নির্বাচনী প্রচারণা ও দোয়া প্রার্থনা
আজকের সংবাদ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে লড়াই করতে চান নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও তরুণ আওয়ামীলীগ নেতা হাজি শাহ মো. সোহাগ রনি।
সোমবার (৮ ফেব্রুয়ারি) বাদ আসর মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তায় খুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ এলাকাবাসীর কাছে তিনি দোয়া চান।
এসময় তার বহরে সাথে দেড় শত তরুণ আওয়ামী নেতাকর্মীরা সাথে ছিলেন। বহরটি চৌরাস্তা জামে মসজিদ এলাকা থেকে হাবিবপুর কবরস্থান এলাকা পর্যন্ত গিয়ে শেষ হয়। নেতাকর্মীরা সোহাগ রনির নির্বাচনী প্রচারণার ভোট প্রার্থনার বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী হাজি শাহ মো. সোহাগ রনি জানান, মোগরাপাড়া ইউনিয়নবাসীর খেদমত করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি হয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। এজন্য এলাকাবাসীর কাছ থেকে দোয়া ও সমর্থন প্রার্থনার জন্য বেড়িয়েছি। সব ঠিক থাকলে ইউপি নির্বাচনে আওয়ামীলীগের সমর্থন নিয়ে মোগরাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নের দায়িত্ব নিবো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন