সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব এর উদ্বোধন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
আজকের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর আয়োজনে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মাসব্যাপী লোকজ উৎসব ২০২১ এর উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৪ শে ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের পরিচালক ড.আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
এসময় আরও উপস্থিতি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,সহকারী কমিশনার ভূমি গোলাম মুস্তাফা মুন্না,সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক এডভোকেট সামছুল ইসলাম ভূইয়া,যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, স্থানীয় সাংবাদিকসহ আরো অনেকে।
উল্লেখ্য আগামী পহেলা মার্চ থেকে ফাউন্ডেশনের মেলা শুরু হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন