স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে দুই দলিল লিখককে ভ্রাম্যমান আদালতের জরিমানা
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ট্যাম্প জালিয়াতির অভিযোগে দুই দলিল লিখককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
রোববার(৭ই ফেব্রুয়ারী)সকালে বৈদ্যের বাজার সাব রেজিষ্টি অফিসে স্ট্যাম্প জালিয়াতি হচ্ছে খবর পেয়ে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কশিনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না জানান, বৈদ্যের বাজার সাব রেজিষ্টি অফিসে স্ট্যাম্প জালিয়াতি হচ্ছে খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় সাভার উপজেলার একটি স্ট্যাম্প দিয়ে দলিল তৈরী করার অভিযোগে দলিল লিখক জয়নাল আবেদীন (৪০) কে ৩০ হাজার টাকা ও লাইসেন্স ছাড়া স্ট্যাম্প বিক্রির অভিযোগে কামরুল হাসান (২৪) নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জয়নাল আবেদীন উপজেলার ভটের কান্দি গ্রামের রমিজ উদ্দিনের ছেলে ও কামরুল হাসান ভিটি কামালদী গ্রামের কায়কোবাদ খানের ছেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন