কায়সার, কালামের নেতৃত্বে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী
আজকের সংবাদ ডেক্সঃ-নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
রোববার প্রথম প্রহরে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,জামপুর ইউপি চেয়ারম্যান শামীম শিকদার শিপলু,সাবেক সনমান্দী ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল ইসলাম মুকুল,মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, মেয়র প্রার্থী ছগির আহম্মেদ, মেয়র প্রার্থী নাসরিন সুলতানা ঝরা,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার,সাবেক ছাত্রলীগ সভাপতি রাসেল মাহমুদ, যুবলীগের সহ-সভাপতি আরমান হোসেন মেরাজ,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রবিন,আল আমিনসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহএ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।